Govt. Mohammadpur Model School and College

At a Glance

জুলাই পুনর্জাগরণ ২০২৫

গত ২৯ জুলাই, মঙ্গলবার  "জুলাই পুনর্জাগরণ - ২০২৫" অনুষ্ঠানমালার এর অংশ হিসেবে সরকারি মোহাম্মদপুর  মডেল স্কুল এন্ড  কলেজে  জুলাই শহীদদের  স্মরণসভা,শহীদ সৈকতের নামে বৃক্ষরোপণ কর্মসূচি, ক্রীড়া প্রতিযোগিতা, ডকুমেন্টারি ও চলচ্চিত্র প্রদর্শনী,  সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী ও আমাদের প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ  লে কর্নেল( অব) কামাল আকবর  এবং অনুষ্ঠানমালা  উদ্বোধন করেন প্রতিষ্ঠানের বর্তমান  অধ্যক্ষ প্রফেসর  মো. নজরুল ইসলাম খান । এছাড়াও বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন শহীদ  সৈকতের সম্মানিত  পিতা মাহবুবের  রহমান এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও  প্রভাষক ( বাংলা) মুহাম্মাদ  ইউসুফ আলী খান। উক্ত অনুষ্ঠানমালা  সভাপতিত্ব করেন জুলাই পুনর্জাগরণ  উদযাপন কমিটির আহবায়ক ও প্রভাষক ( ইংরেজি) মোঃ জহিরুল ইসলাম।


/ About Us | News And Events
Suggested Video